Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / তারাকান্দায় মুফতী হাসান মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তারাকান্দায় মুফতী হাসান মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

February 24, 2023 11:33:22 PM   দেশজুড়ে ডেস্ক
তারাকান্দায় মুফতী হাসান মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ সংবাদাতা:
ময়মনসিংহের তারাকান্দায় মুফতি হাসান মাসুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ফজলুল হক নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৫ বছর ধরে টাকা দেই-দিচ্ছি বলে তালবাহানা করছে বলে অভিযোগ ফজলুল হকের।  মুফতী হাসান মাসুদ বালিখাঁ ইউনিয়নের মাসকান্দা এলাকার আব্দুল মতিনের পুত্র। অপরদিকে ফজলুল হক ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন সিরতা ইউনিয়নের চর ভবানীপুর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন এলাকার মোঃ ফজলুল হক। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ বছর পূর্বে সে আমাকে ইট দেয়ার কথা বলে আমার কাছ থেকে নগদ ত্রিশ হাজার টাকা নেয় এবং একই বছর নগদ একলক্ষ সত্তর হাজার টাকা তার ব্যবসায়িক প্রয়োজনে আমার কাছ থেকে ঋণ হিসেবে নেয়। বিবাদী অদ্যাবধি পর্যন্ত আমাকে ইট বুঝিয়ে দেয়নি কিংবা টাকাও ফেরত দেয় নি।

তিনি আরও অভিযোগ করেন, ইতোমধ্যে হাসান মাসুদ আমাকে ক্রমানুসারে অল্প অল্প করে বাইশ হাজার টাকা দিয়েছে।  বাকি একলক্ষ আটাত্তর হাজার টাকা আমাকে বুঝিয়ে দিচ্ছে না। বিবাদীর কাছে আমি আমার পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে দেই দিচ্ছি বলে তালবাহানা করে সময় ক্ষেপণ করে আসছে। এমনকি উক্ত বিষয় নিয়ে বিবাদী আমাকে ভয়ভীতিসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে থাকে।

এ বিষয়ে ফজলুল হক আরো বলেন, গত ০৬/০২/২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.০০ ঘটিকার সময় অত্র থানাধীন চর ভবানীপুর কোনাপাড়া এলাকায় আমি বিবাদীর কাছে আমার পাওনা টাকা চাইলে সে আমার উপর চরম ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়।

কোতোয়ালী থানা পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের বিষয়ে ফজলুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।