
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এন্তাজ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল হালিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং মালিক-শ্রমিকের পারস্পরিক সহযোগিতায় দেশের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।