Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / শুরু না হতেই স্থগিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’, শিক্ষার্থীদের ক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

শুরু না হতেই স্থগিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’, শিক্ষার্থীদের ক্ষোভ

May 01, 2025 11:38:15 PM   অনলাইন ডেস্ক
শুরু না হতেই স্থগিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’, শিক্ষার্থীদের ক্ষোভ

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’ টুর্নামেন্ট শুরুর আগেই ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে।

বুধবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলাগুলো ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর পূর্বঘোষিত ফিকশ্চার অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

আইন বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ বলেন, “প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। হঠাৎ করে খেলা স্থগিত করে ঈদের পরের কথা বলা হয়েছে। বৃষ্টি সম্ভাবনার অজুহাত দেওয়া হলেও গত কয়েকদিনে বৃষ্টির চিহ্নও নেই। বরং ঈদের পর বর্ষাকাল, তখন খেলাই সম্ভব হবে না। গড়িমসি হচ্ছে বলেই মনে হয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই ৭ তারিখ থেকে খেলা শুরু হোক। অন্যথায় প্রয়োজন হলে আন্দোলনেও যাব।”

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফিরোজ আল ফেরদৌস বলেন, “কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই খেলা স্থগিত করা হয়েছে। এটি হতাশাজনক। বর্ষার সময় খেলা আয়োজন করাটাই বরং বেশি ঝুঁকিপূর্ণ।”

এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “উপাচার্য মহোদয়ের পরামর্শে সাময়িক স্থগিত করা হয়েছে। সামনে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। তবে আশ্বস্ত করছি—খেলাটি অবশ্যই অনুষ্ঠিত হবে।”

উল্লেখ্য, ‘আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫’ শুরু হওয়ার কথা ছিল আগামী ৭ মে।