Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তেঁতুলিয়ায় ৫ বোতল ভারতীয় মদ জব্দ, ব্যবসায়ী পলাতক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তেঁতুলিয়ায় ৫ বোতল ভারতীয় মদ জব্দ, ব্যবসায়ী পলাতক

September 05, 2022 01:57:35 AM  
তেঁতুলিয়ায় ৫ বোতল ভারতীয় মদ জব্দ, ব্যবসায়ী পলাতক

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শামীম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের কানকাটা গ্রামে শামীমের বাড়ির রান্না ঘর থেকে এ্যালকোহল যুক্ত মদগুলো জব্দ করা হয়।

পলাতক মাদক কারবারী শামীম হোসেন একই ইউনিয়নের কানকাটা গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কানকাটা গ্রামের শামীম হোসেন বাড়িতে মাদক কেনাবেচা চলছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ফোর্স মাদককারবারীর বাড়িতে অবস্থান নিলে শামীম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। একই সময় দুইজন স্বাক্ষীর উপস্থিতে তার বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশী করে রান্না ঘর থেকে ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ৫ বোতল ভারতীয় মদের বাজার মূল্য ধরা হয়েছে ১৫ হাজার টাকা। এদিকে পলাত আসামী শামীমকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে