
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন কারখানার পক্ষে পার্শ্ববর্তী নার্সারির কয়েক হাজার চারা বুলডোজার দিয়ে গুড়িয়ে নষ্ট করে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতা ও কারখানার ব্যবস্থাপকের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দিনের বেলায় বাড়ির লোকজনদের পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালায় কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগকারী ভুক্তভোগী আব্দুল মোতালেব জানান, রাফিদা সু কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত আমার নার্সারির জমি ক্রয় করতে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে যুবলীগ নেতা কমর উদ্দিন এবং নির্মাণাধীন রাফিদা সু নামক কারখানার ব্যবস্হাপক নাজমুল হোসেন পরস্পর যোগসাজশে সঙ্গীয় ২৫/৩০ জন লোকবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পার্শ্ববর্তী জান্নাতুল ফেরদৌস নার্সারি চারাগাছ ট্রাক ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। নার্সারির জমি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে। পরে ট্রাকদিয়ে বালু ফেলে জমি জবরদখলের চেষ্টা চালায়। এসময় দখল কাজে বাধা দিলে দখলদারকারীদের হামলায় নার্সারি মালিকের ছেলে দেলোয়ার হোসেন, স্ত্রী হোসনে আরা, প্রতিবেশী মেজবাহ উদ্দিন, শাহীন,আহত হয়।হামলায় গুরুতর আহত ৩ জন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা পিছু হটে।
ভুক্তভোগী আব্দুল মোতালেব আরো জানা, বাড়ির লোকজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সুযোগে কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালায়।
শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক নয়ন ভূইয়া জানান, জমি জবরদখল করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ এড়াতে উভয় পক্ষকে অবস্থানে থাকার নির্দেশনা দেই।
অভিযুক্ত যুবলীগ নেতা কমর উদ্দিন জানান, আমার জানামতে কারখানাটির বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কাজ করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি অভিযোগকারীদের নার্সারির জমির উপর দিয়ে যাচ্ছে। আমি জমির ধারে কাছে যাইনি।
কারখানার ব্যবস্থাপক, নাজমুল হোসেন জানান, কোনোরকম দখলের জন্য নয়, বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কাজ করা হয়।