Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / দেবিদ্বারে শহীদ ছাব্বির হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেবিদ্বারে শহীদ ছাব্বির হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

May 10, 2025 05:19:54 PM   উপজেলা প্রতিনিধি
দেবিদ্বারে শহীদ ছাব্বির হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছাব্বির হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১০ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস নিশ্চিত করেছেন। আটক সিরাজুল ইসলাম দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নের সাবেক ৫বারের চেয়ারম্যান।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্ট ঐ হামলায় আহত হয়ে শিক্ষার্থী ছাব্বির নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।