
ফেনী জেলা বিএনপির আয়োজনে দীর্ঘ একযুগ পর জনসভা অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্বৈরাচারের দোসরদের বিচার ও গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ২টায় ফেনীর মিজান ময়দানে এ জনসভা শুরু হলে মুহূর্তেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফেনীর বিভিন্ন উপজেলা থেকে মিছিলসহ বিএনপির নেতাকর্মীরা এতে যোগ দেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন (ভিপি জয়নাল)।
সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এছাড়াও বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির অ্যাডভোকেট সানু, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ আরও অনেকে।