Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, আসামিদের জামিন বাতিলের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

নেত্রকোনায় ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, আসামিদের জামিন বাতিলের দাবি

April 30, 2025 07:39:01 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, আসামিদের জামিন বাতিলের দাবি

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের জামিন বাতিল ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে ‘নেত্রকোনার সাধারণ ছাত্রজনতা’ নামের একটি সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা সামাজিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা এ ঘটনায় অভিযুক্তদের জামিন বাতিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।