
দামুরহুদা সংবাদদাতা, চুয়াডাঙ্গা:
মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে ১৪৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে দর্শনা থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার সময় দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে দক্ষিণ চাদপুর ও দর্শনা পুরাতন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এএইচএম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দর্শনা টু হিজলগাড়ীগামী পাকারাস্তার উপর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের দু’জনের কাছে প্লাস্টিকে মোড়ানো বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া স্কুল পাড়ার নজরুল ইসলাম (৫০) ও দর্শনা পৌরসভার ঈশ্বর চন্দপুর বড় মসজিদের পাড়ার মৃত আবদুল গফুরের ছেলে ও সেনা সদস্য সাব্বির হোসেনের পিতা আমজাত হোসেন (৫২)।
একই রাতে দর্শনা পৌরসভার পুরাতন বাজার আশরাফ হাড ওয়ারের সামনে অভিযান চালিয়ে শ্যামপুর উত্তর পাড়ার নাছীর উদ্দীনের ছেলে অনিক বিশ্বাসকে (২২) ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে গতকালই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তিন জনকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এএইচএম লুৎফুল কবির।