Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দর্শনা থানা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দর্শনা থানা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

September 21, 2023 08:28:31 PM   জেলা প্রতিনিধি
দর্শনা থানা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৭ হাজার টাকাসহ একজনকে গ্রেফতার করেছে। এ সময় আরেক বিক্রেতা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ  বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ইশ্চরচন্দ্রপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ঈশ্বরচন্দ্রপুর  স্কুলপাড়া কবরস্থানের সামনে এক মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে একজনকে দেখতে পেয়ে দাড়াতে বলে। এসময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত হাবিবুর রহমান তুফান(৩৫) মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ উপজেলার আলীনগর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।  তার দেহ তল্লাশী করে ২শ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৭হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এলাকাবাসী জানায়, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে স্কুল পাড়া ও কবরস্থানের পিছনের পাড়ার কয়েকজন নিয়মিত ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছে।কিছুদিন আগে খাইরুল নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ ধরাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের  দু' গ্রুপের মধ্যে সংঘর্ষে রাজ্জাক নামে একজন গুরতর আহত হয়। সে থেকে একে অপরের ক্রেতাদের ধরিয়ে দেয়।