Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরকে ভূমি ও গৃহহীণ মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরকে ভূমি ও গৃহহীণ মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

March 22, 2023 06:40:58 PM   দেশজুড়ে ডেস্ক
দৌলতপুরকে ভূমি ও গৃহহীণ মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন পূর্নবাসিত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১১ ঘটিকার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ৪র্থ পর্যায়ে খুলনা বিভাগের ৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন পূর্নবাসিত ঘোষণা করেন। এর মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো।

ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন বিশ্বাস, জেলার সিনিয়র সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য দৌলতপুর উপজেলাতে ২০২০-২১ অর্থবছরে ৮৮টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ১০২ টি গৃহ হস্তান্তর করা হয়েছে, সর্বমোট ১৯০ টি গৃহ গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। যার সর্বমোট ব্যায় ৪,২০,৩০,০০০ টাকা।

দৌলতপুরে ৪র্থ পর্যায়ে কোনো ভূমিহীন আবেদন না করায় এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামীতে কোনো গৃহহীন ও ভূমিহীন আবেদন করলে পাকুড়িয়ার বর্ধিত আশ্রায়ণ প্রকল্পে গৃহ বরাদ্দ দেওয়া হবে। এখানে প্রায় ১০০ পরিবার থাকার মতো ব্যবস্থা আছে।