
জাকির হোসাইন, সরিষাবাড়ী:
জামালপুর সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশন চত্বরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা মোঃ লিয়াকত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ হয়েছে। শুধু তাই নয় আজ ঘরে ঘরে বিদ্যুৎ, গৃহহীনদের ঘর নির্মাণ,মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই সরকারের আমলে হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা আছে বলেই মানুষ শান্তিতে আছে। বিএনপি জামায়াত আমাদের জাত শত্রু বাংলার মাটিতে বিএনপির কোন জায়গা দেওয়া হবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (জিএস)সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদ,সাবেক যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমান সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।