
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এর আঙ্গুরপোতা বিওপির দায়িত্বাধীন এলাকায় চোরাকারবারিদের আক্রমণে বিজিবির টহল দলের দুই সদস্য আহত হয়েছে। শুক্রবার টহল দল ফকিরপাড়া এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ৯/৩১ এস এর নিকট ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুশ করে। এসময় বাংলাদেশী কয়েকজন তরুণ ভারত হতে চিনি পারাপার করার সময় বিএসএফ কর্তৃক ধাওয়া খেয়ে বিজিবি টহল দলের মুখোমুখি হলে তাদের হাতে থাকা লাঠি দ্বারা টহলদলের নাজমুল হোসেন ও হামিদুর রহমান এর মাথা আঘাত করলে তিনি আহত হন। এরপর ঘটনাস্থলে সারা রাত অবস্থান করে বিজিবির একটি দল। পরদিন সকাল ১১টায় মো: মনিরুল ইসলাম মনিরের বাড়িতে অভিযান চালিয়ে ৪৩৪ কেজি চিনি জব্দ করা হয়। এ বিষয়ে আঙ্গুরপোতা বিওপি কমান্ডার বাদি হয়ে মনিরুল ইসলাম মনি (২৮), মো: মিনারুল (৩০), মো. ছফিয়ার রহমান (৫৫) সহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বিজিবি একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।