
ফরিদপুর সংবাদদাতা:
‘সংযোগ সড়কে ধস, কাজে আসছেনা ৩ কোটি টাকার ব্রিজ’ গত ১৮ সেপ্টেম্বর দৈনিক দেশেরপত্রে সংবাদ প্রকাশিত হওয়ায় পর কর্তৃপক্ষের নজরে আসলে সংযোগ সড়কটি সংস্কারের কাজ শুরু করেছে ফরিদপুর এলজিইডি।
সংবাদে প্রকাশ, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভূয়ারকান্দি দাখিল মাদ্রাসা সড়কে কুমার নদীর উপর আরসিসি গার্ডার ব্রিজ ওঠার সংযোগ সড়কটি বৃষ্টিতে ধসে এখন মৃত্যু কূপে পরিণত হয়েছে। ব্রীজের সুফল এর জায়গায় কুফল ভোগ করছেন এলাকাবাসী। ব্রিজটি ব্যবহার হচ্ছে এখন ধান, পাট ও মরিচ শুকানোর কাজে।
বিষয়টি ফরিদপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী এম. ফারুক হোসেনকে জানানো হলে তিনি বলেন, আমি বিষয়টি নোট করে রেখেছিলাম। পরে জায়গাটিতে ইঞ্জিনিয়ার পাঠিয়ে খবর নিয়ে ব্যবস্থা নেই। তিনি তার কথা রেখেছেন।
স্থানীয় বিল্লাল কবিরাজ জানান, দৈনিক দেশেরপত্রে এই ব্রিজ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা খুবই খুশি হয়েছি। পাশাপাশি ব্রীজের গোড়ায় ধসে যাওয়া সড়কটি মেরামত করা দেখে আরও ভালো লাগছে।
ভূয়ারকান্দি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তাইফুর রহমান মজনু বলেন, সংবাদ প্রকাশের পর এখানে ফরিদপুর এলজিইডি থেকে ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন। পরে সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেছে। আপাতত গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। পুরোপুরি এখনো ঠিক হয় নাই। আশাকরি এখন ঠিক করে দিবে।