
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যেকোনো ধর্মকে অবমাননা করলে অবমাননাকারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সোমবার (০৫ মে) অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
তিনি বলেন, 'সম্প্রতি হিন্দু ধর্মকে অবমাননার একটি ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে কেউ কোনো ধর্ম অবমাননা করলে বা এরূপ কোনো মন্তব্য করলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি, হিন্দু ধর্ম অবমাননাকারী আব্দুর রহমানকে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে।'
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দু ধর্মকে অবমাননা করে ফেসবুক একটি পোস্ট শেয়ার করেন। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর দুটি অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে আব্দুর রহমান এই ঘটনায় তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে প্রক্টর বরাবর চিঠি দেয়।