Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

August 18, 2022 04:54:11 AM  
কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পুর্ব পাড়ে নদীতে গোসল করতে নেমে আসাদুজ্জামান শুভ নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজের ৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার দুুপুর ১টার দিকে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। বাকী দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুভ পানির নীচে চলে যায়। পরে স্থানীয় মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজের আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকেই শুভর মরদেহ খুজে পায় ডুবরী দল।

নিহত শুভ সদর উপজেলার পাটেশ^রী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

ফায়ার সার্ভিসের সিনিয় ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডুবরী দল প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদও থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার।