
শরীয়তপুরের জাজিরা থেকে অপহৃত (১৪) বছর বয়সী কিশোরীকে ২০ দিন পর উদ্ধার করতে সক্ষম হয়েছে জাজিরা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশিক মোল্লা (২২) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি টীম গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত আশিক কাশিয়ানীর রাইত কান্দির জাহাঙ্গীর মোল্লার ছেলে।
এর আগে গত ২ এপ্রিল জাজিরা থেকে অপহরণের শিকার হয় ওই কিশোরী। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আশিক ও তার বাবাসহ ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২-৩ 'জনকে আসামি করে জাজিরা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার ওই কিশোরীর মামা বাড়ি ও আশিকের বাড়ি একই গ্রামে। মামা বাড়ি থাকা অবস্থায় আশিক ওই কিশোরীকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয়। সাড়া না পেয়ে রাস্তাঘাটে বখাটেদের মতো উত্ত্যক্ত করতো। ঘটনার জানাজানি হলে কিশোরীকে জাজিরার নিজ বাড়িতে নিয়ে আসেন তার বাবা। সবশেষ গত ২-এপ্রিল বাড়ি থেকে বের হয়ে অপহরণের শিকার হয় ওই কিশোরী।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব বলেন, নিখোঁজ হওয়া কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত একজন আসামি আশিক মোল্লা (২২) কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলমান আছে কিন্তু তারা পলাতক রয়েছেন।