Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নাগেশ্বরীতে প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাগেশ্বরীতে প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

May 14, 2025 03:16:04 PM   অনলাইন ডেস্ক
নাগেশ্বরীতে প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ইউআরসি ভবনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।

রেজাউল করিমকে সভাপতি ও ইউনুছ আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপদেষ্টা জাহান উদ্দীন, আবু হানিফা বাবু, দেয়ান রাশেদা খানম ও শাহজাহান; সিনিয়র সহ-সভাপতি বাবুল করিম; সহ-সভাপতি ইউনুছ আলী, আব্দুর রহমান, আকবর আলী; যুগ্ম সম্পাদক রাশেদা মমতাজ, রওশন আরা, সিরাজুল ইসলাম, মিন্টু সেন; কোষাধ্যক্ষ শাহীন কবির মন্ডল; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এবং মহিলা সম্পাদিকা খাদিজা সুলতানা কেয়া।

একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় অনেকেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।