Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নিজ এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক দিলেন মতিয়া চৌধুরী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিজ এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক দিলেন মতিয়া চৌধুরী

September 28, 2023 10:11:34 AM   উপজেলা প্রতিনিধি
নিজ এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক দিলেন মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী প্রতিনিধি, শেরপুর:
নিজ নির্বাচনী এলাকা শেরপুর-২ সংসদীয় আসন নালিতাবাড়ী ও নকলা উপজেলার সব ধর্মের সবক’টি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রায় দেড় কোটি টাকার আর্র্থিক অনুদানের চেক প্রদান করেছেন সংসদ উপনেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চ ও বিকেলে নকলা উপজেলার পরিষদের মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব চেক বিতরণ করেন।

সকালে নালিতাবাড়ীর মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যেসহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা সরকার গোলাম ফারুক, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, গোপাল চন্দ্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন দুপুর পর্যন্ত তিনি টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ থেকে উপজেলার ৬১৫টি মসজিদ, ৫৮টি কবরস্থান, ৪০টি এতিমখানা, ৭৬টি মন্দির ও ১৪টি গীর্জায় ১০ হাজার করে মোট ৮৬ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়াও স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৮টি ধর্মীয় পতিষ্ঠানে ২৫ হাজার করে টাকার চেক বিতরণ করেন।

একইভাবে বিকেলে নকলা মুক্তমঞ্চে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব ধর্মের সবক’টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করেন মতিয়া চৌধুরী।