Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

May 10, 2025 04:45:55 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত “শহীদ জিয়া স্মৃতি সংসদ”-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে ‘বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশি জাতীয়তাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক শেখ একে এম শহীদুল ইসলাম ছোটন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইদ্রিস আলী।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।