Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নবীন ভয়েস আর্টিস্টদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবীন ভয়েস আর্টিস্টদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

June 17, 2023 08:06:26 PM   উপজেলা প্রতিনিধি
নবীন ভয়েস আর্টিস্টদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
রাজধানীতে নবীন ভয়েস আর্টিস্টদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ভয়েস আর্টিস্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী কর্মশালা’র আয়োজন করা হয়। কাব্যিক অডিওবুক নিবেদিত এই কর্মশালায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন ভয়েস আর্টিস্টবৃন্দ।

ভয়েস আর্টিস্টদের দক্ষতা বৃদ্ধিসহ বাংলা ভাষা’র উচ্চারণগত দিক নিয়েও এই কর্মশালায় বিভিন্ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যিক অডিও বুকের ক্রিয়েটিভ হেড এন্ড কনসালট্যান্ট নির্ঝর সিনহা।  

কর্মশালায় আগত ডেলিগেটদের প্রশিক্ষণ প্রদান করেন ভয়েস আর্টিস্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট্য বাচিক শিল্পী জায়েদ হাসনাইন, বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রাজ্জাক। সাবিকুন মিম এর উপস্থাপনায় কর্মশালার সভাপতিত্ব করেন ভয়েস আর্টিস্ট বাংলাদেশের ঢাকা কমিটি’র প্রেসিডেন্ট নীলয় নীল। কর্মশালা’র কো-স্পন্সর ছিলো ডিটেইল ডেন্টা  এবং আরডিএস টিভি। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের সনদপত্র বিতরণ করা হয়।