
সরিষাবাড়ি প্রতিনিধি, জামালপুর:
নিম্নমানের রশদ দিয়ে এক মুক্তিযোদ্ধার ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের সরকারী ভবনে নিম্নমানের রশদ দিয়ে তৈরি করায় তিন বছর না পেরোতেই একাধিক ফাটল দেখা দেয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন তার পরিবার।
রবিবার বিকেলে সরজমিনে জানা যায়, গত প্রায় তিন বছর আগে সরকারী র্অথায়নে বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের বাস ভবন নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ চলাকালীন সময়ে কাজের মান ভালো না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারের কর্মরত শ্রমিকদের বাধা প্রদান করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কিন্তু তাদের কোন অভিযোগ কানে না নিয়ে ঠিকাদারের নির্দেশ মতো ভবণের কাজ সমাপ্ত করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের বাসভবন নির্মাণের পর একদিনও রাত্রী যাপন করেননি তিনি। ভবণ নির্মাণের তিন বছর না পেরোতেই দেয়াল ও ছাদসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ভবন ধ্বসে চরম ক্ষতির সমূহ সম্ববনা রয়েছে বলে চরম আতঙ্ক বিরাজ করছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে। নিম্নমানের রসদ দিয়ে ভবন নির্মাণের অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে উর্দ্বতন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে পরিবারটির অভিযোগ।
এ বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের বড় ভাই আজিজুর রহমান ও ভাবি শিরিন আক্তার বলেন, বিল্ডিং নির্মাণের সময় আমরা বাধা দিয়েছি কিন্ত কোন লাভ হয়নি। দশ বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট মিশিয়ে আস্তর করেছে। নিম্নমানের মালামাল ব্যবহার করেছে। তাই বিল্ডিংয়ের এমন অবস্থা।
উপজেলা নির্বাহি অফিসার উপমা ফারিসা এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার সময়ে এ কাজ হয়নি। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না।
জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের অভিযোগের অনুলিপির কপি পেয়েছি।
বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন চট্টগ্রাম অবস্থান করায় তাঁর বক্তব্য নেয়া সম্বব হয়নি। বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের বাস ভবনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের ভবনের কাজও নিম্নমানের হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোসহ বিবেকবান মহলে বইছে সমালোচনার ঝড়।