
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭৯২ ক্যান বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত ৮টায় পলাশের ঘোড়াশাল থেকে বিয়ারসহ দু’জন ও নরসিংদী সদর উপজেলার বিলাসদী থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর নেতৃত্বে সোমবার (১০ জুলাই) রাত ৮টায় পলাশের ঘোড়াশাল থেকে বিয়ারসহ দু’জন ও নরসিংদী সদর উপজেলার বিলাসদী থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নঈমুল ইসলাম মোস্তাকসহ অন্য সদস্যরা অংশ নেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ জুলাই) রাত ৮টায় পলাশ থানাধীন ঘোড়াশাল দক্ষিন চরপাড়া শহীদ ময়েজ উদ্দিন সেতুর টোল প্লাজার সামনে থেকে ৭ শত ৯২ ক্যান বিয়ার ও ০১টি সিলভার রংয়ের প্রোবক্স প্রাইভেটকার আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নরিসংদী সদর উপজেলার হাজীপুর সাহাপাড়ার নারায়ণ চন্দ্র শীলের ছেলে তপন চন্দ্র শীল (৩৮) ও চাঁদপুর জেলার মতলব থানার বালুচর এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে মো. কবির (২৮)।
অপরদিকে একই দিনে রাতে অপর একটি টিম এসআই (নি) শেখ সেকেন্দার আলী সঙ্গীয় অফিসার র্ফোসসহ নরসিংদী সদর উপজেলার বাসাইল আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মো. গোলাপ মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের অন্য আরেকটি টিম। গোলাপ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।