Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে স্ত্রী হাতে স্বামী খুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে স্ত্রী হাতে স্বামী খুন

February 10, 2025 06:49:44 PM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে স্ত্রী হাতে স্বামী খুন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) খুন হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিষমারা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আবুল কাসেম একই এলাকার মৃত বারেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বসতঘরে কাজ করার সময় পাপিয়া সুলতানা রুমার সঙ্গে কথা-কাটাকাটি হয় তার স্বামী আবুল কাসেমের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা রুমা শাবল দিয়ে আবুল কাসেমের মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমা স্বীকার করেছেন যে, তিনি শাবল দিয়ে স্বামীর মাথায় একাধিকবার আঘাত করেছিলেন। এতে আবুল কাসেম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পাপিয়া সুলতানা রুমাকে গ্রেফতার করা হয়েছে।