
নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেট সংলগ্ন জব্বার বিলার দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় ব্র্যাকের নতুন শাখা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশরাফুর রহমান এবং সঞ্চালনা করেন ব্র্যাকের সম্মানিত জেলা সমন্বয়ক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুস্তাক আহমেদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ঢাকা হেড অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, এবং মানিক সূত্রধর, রিজিওনাল হিসাব ব্যবস্থাপক।
এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া অফিসার জাহিদুল ইসলাম, মো. আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী মুহূর্তে প্রধান অতিথি ও সভাপতি কেক কেটে আনুষ্ঠানিকভাবে অফিসের দ্বার উন্মোচন করেন। এরপর সভাপতির বক্তব্যে মো. আশরাফুর রহমান বলেন, “ব্র্যাক কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আশার আলো। উন্নয়ন ও মানবসেবার প্রতীক হিসেবে ব্র্যাক যখন পলাশের মাটিতে যাত্রা শুরু করেছে, তখন এখানকার জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।”
প্রধান অতিথি মো. মুস্তাক আহমেদ বলেন, “ব্র্যাক (BRAC) বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ-এর হাত ধরে যাত্রা শুরু করে। যুদ্ধবিধ্বস্ত জাতির পাশে দাঁড়ানোই ছিল এর মূল লক্ষ্য। আজ তা বিস্তৃত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়নসহ জীবনের নানা ক্ষেত্রে। শুধু বাংলাদেশ নয়, আফ্রিকা ও এশিয়ার বহু দেশেও ব্র্যাকের কার্যক্রম ছড়িয়ে পড়েছে, যা সত্যিই আমাদের গর্বের বিষয়।”
অনুষ্ঠানের শেষপর্বে মুফতি আল আমিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং ব্র্যাক-এর অগ্রগতি কামনায় এই দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটে।