Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীর শিবপুরে এক কাপড় ব্যবসায়ীর খুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীর শিবপুরে এক কাপড় ব্যবসায়ীর খুন

February 20, 2025 12:20:53 AM   অনলাইন ডেস্ক
নরসিংদীর শিবপুরে এক কাপড় ব্যবসায়ীর খুন

জেলা প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে কবির আহমেদ নামে এক কাপড় ব্যবসায়ীর খুন হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে উপজেলার শিবপুর জাল্লারা বাজার সড়কের ধনাইয়া এলাকায় নতুন সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করে শিবপুর মডেল থানা পুলিশ।

নিহত কবির আহমেদ উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে। তিনি শিবপুর বাজারের একজন কাপড় ব্যবসায়ী বলে জানা যায়।

নিহতের স্বজনরা জানান, রাতে বাড়ি যাওয়ার পথে কবিরকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ব্যবসায়িক কাজ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন কবির। কিন্তু বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। সকালে ধনাইয়া এলাকায় নতুন সেতুর পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই হত্যার প্রতিবাদে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা।