Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নলছিটিতে কাঠেরপোল-শংকরপাশা-পুলেরহাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নলছিটিতে কাঠেরপোল-শংকরপাশা-পুলেরহাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

May 12, 2025 11:06:15 PM   অনলাইন ডেস্ক
নলছিটিতে কাঠেরপোল-শংকরপাশা-পুলেরহাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

ঝালকাঠির নলছিটি পৌরসভার কাঠেরপোল থেকে শংকরপাশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হয়ে পুলেরহাট পর্যন্ত দীর্ঘদিনের দুরবস্থার অবসান ঘটিয়ে সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে পৌরসভার প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এক কিলোমিটার দীর্ঘ ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

প্রায় ৭৫ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় নির্মিতব্য এই সড়কটি বাস্তবায়ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

২০২৩ সালের বর্ষা মৌসুমে এই সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী একটি শিশুর মৃত্যু ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি করে। সেই দুর্ঘটনাস্থলেই ইউএনওর বিশেষ নির্দেশনায় নিহত শিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী ফলক স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন, নিহত শিশুর পিতা কবির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল জিহাদী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির গাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস হোসেন ও সাধারণ সম্পাদক মনির হোসেন, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সড়কটির নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং নিরাপদ চলাচলের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা।