
ঝালকাঠির নলছিটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮) এবং যুবলীগ সদস্য শফিকুল ইসলাম (৩৭) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. মোস্তফা কামাল নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কামাল ব্যাপারী নামে পরিচিত। অন্যদিকে, শফিকুল ইসলাম মগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) দ্রুত বিচার আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।