
নালিতাবাড়ী প্রতিনিধি:
নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় চলাচল করছে পরিবেশবান্ধব প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো ব্যাটারি চালিত অটোরিকশা। স্থানীয়ভাবে কোন কর্ম না থাকায় অনেক শ্রমিকই কোন উপায় না পেয়ে অটো চালিয়ে তাদের সংসার পরিচালনা করছেন। তবে তাদের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাড়িয়েছে উপজেলার বিভিন্ন এলাকার অটো চুরির ঘঠনা।
অটোরিকশা চালকরা জানান, অনেক পরিবারের উর্পাজনের একমাত্র মাধ্যম অটো রিকশা। তাও আবার হয় চুরি প্রায় সময় অটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। এতে উপজেলা জুড়ে অটো চালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতংক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি নিয়তই ঘটছে চুরির ঘটনা।
জানা যায়, সবশেষে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মেইন রোড থেকে অটো রিকশা চুরি হয়। পাচঁগাও বাজার থেকে উঠে আসে ৩-৪ জন যাত্রী গড়কান্দা হাসপাতালের সামনে এসে একজন নেমে ড্রাইভারকে মাল উঠানোর জন্য গেইটের ভিতরে নেয়। সেখান থেকে সেই যাত্রি লুকিয়ে পরে। এরপর ড্রাইভার গাড়ির কাছে এসে দেখে গাড়ি নেই। চোরের চক্র এভাবে নান কৌশৈরে গরীবের শেষ পুঁজি দিয়ে কেনা ব্যাটারি চালিত অটো রিকশা চুরি করে।
এদিকে অটোরিকশা হারালে নিঃস্ব হয়ে পরে হারিয়ে ফেলা দরিদ্র পরিবারগুলো। আবার থানা পুলিশের কাছে জিডি করেও তেমন একটা সুবিধা মিলছে না ভুক্তভোগীদের। থানায় অভিযোগ করা হলে কিছু বের হচ্ছে, বাকিগুলো আর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেকে।
নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন অটো সংগঠনের ড্রইভারদের সাথে কথা বলে জানা যায়, অটো চালিয়ে পরিবার নিয়ে কোন রকম সংসার চালাচ্ছে তারা। তবে অনেক আতংকের মাঝে কবে কখন শেষ হয়ে যায় নিয়তির শেষ পুঁজিটুক।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন বলেন, চুরি হওয়ার পর আমাদের কাছে ভুক্তভোগীরা জিডি করলে আমরা চেষ্টা চালিয় কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকিগুলো উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।