Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

July 08, 2024 08:29:34 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৩৩ বোতল মদসহ মো. মোকসেদ আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকালে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া বাজার থেকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ মোকসেদ আলী নালিতাবাড়ী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের হাছেন আলীর পুত্র।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মোঃ মোকসেদ আলীর একটি সাদা রংয়ের প্রাইভেটকার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়িটির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি করে ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার এবং মোকসেদ আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলী সীমান্ত ঘেষা এলাকা থেকে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।