Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / পাখিভ্যান ছিনতাই করতে ১১ বছর বয়সী শিশুকে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাখিভ্যান ছিনতাই করতে ১১ বছর বয়সী শিশুকে হত্যা

December 17, 2023 09:19:49 PM   উপজেলা প্রতিনিধি
পাখিভ্যান ছিনতাই করতে ১১ বছর বয়সী শিশুকে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৬দিন পর ১১ বছর বয়সী শিশু শাহিন আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার পরে উপজেলার আদাবাড়ীয়া মাঠের তোফান মোল্লার মেহগনির বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শাহিন উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়নের তেকালা গ্রামের সানের আলীর ছেলে। গত ১১ ডিসেম্বর বিকালে পাখিভ্যান সহ বাড়ি থেকে বের হয় শাহিন। পরে বাড়ি না ফেরায় দৌলতপুর থানা একটি জিডি করে তার পরিবার। পাখিভ্যান ছিনতাইয়ের জন্য শাহিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই এবারতের তৎপরতার অভাবে শাহিন জীবিত উদ্ধার করা হয় নাই বলে অভিযোগ করছেন এলাকাবাসী।