Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড় হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনের দাবিতে অনশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড় হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনের দাবিতে অনশন

February 04, 2025 08:20:39 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড় হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনের দাবিতে অনশন

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা সদরসহ পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬৯টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ৪৫ জন চিকিৎসক কর্মরত থাকায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের শিকার হওয়ায় সংকট নিরসনের দাবিতে নয় দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে জেলার তরুণ স্বেচ্ছাসেবীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা বৈষম্য দূর করে শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানান। পাশাপাশি, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন নির্মিত আড়াইশ শয্যার ভবন চালুর দাবিও জানান তারা।

অনশনে বক্তব্য দেন জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এডভোকেট আহসান হাবিব সরকার, উপ-সমন্বয়ক ওয়াসিম আকরাম, সদস্য মানিক খান, রনি মিয়াজীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, "জেলার সরকারি হাসপাতালগুলোর ১৬৯টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ৪৫ জন কর্মরত রয়েছেন। জরুরি রোগীদের রেফার করা হয়, ফলে রোগীদের রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায় নিয়ে যেতে হয়। পথেই অনেক রোগীর মৃত্যু ঘটে। তাই স্বাস্থ্যখাতের বৈষম্য দূর করে আমাদের নয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে।"

অনশন কর্মসূচির খবর পেয়ে দুপুর ১টায় পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসক অনশনরতদের পানি পান করিয়ে কর্মসূচি ভঙ্গ করান।

তবে, আগামী ১৫ দিনের মধ্যে শূন্য পদে চিকিৎসক নিয়োগ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।