
হাসিবুল ইসলাম:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ফুড গোডাউনে পাটগ্রাম এল.এস.ডি এর আয়োজনে বোরো ধান ও চাউল সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার পাটগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুল হাসান (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতাহার হোসেন মাননীয় সংসদ সদস্য, লালমনিরহাট-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়।পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার ধ্রুব মন্ডল, পাটগ্রাম এল এস ডি কর্মকর্তা জোবেদ আলী প্রমুখ
অনুষ্ঠানে এমপি মোতাহার হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সেজন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।