Date: May 14, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে ধরলায় গোসলে নেমে দুই শিক্ষার্থী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে ধরলায় গোসলে নেমে দুই শিক্ষার্থী নিহত

July 25, 2023 02:35:00 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে ধরলায় গোসলে নেমে দুই শিক্ষার্থী নিহত

হাসিবুল, পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে গোসলে করতে গিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১১টায় পাটগ্রাম ধরলা নদীতে অবস্তিত  রাবার ড্যাম ব্রীজের নিচে গোসলে করতে গিয়ে দুই শিক্ষার্থী নিহত।জানা যায়, পাটগ্রাম রসুলগঞ্জ বাসিন্দা রাসেল এর পুত্র রাফছান (১৫) এবং নুরুল ইসলাম এর পুত্র মিছকাত হোসেন (১৩) মিলে ধরলা নদীতে গোসলে করতে গেলে ব্রীজের নিচে পিচলে পড়ে আহত হয়। এসময় পাটগ্রাম দমকল বাহিনী তাদেরকে উদ্ধার করে পাটগ্রাম স্বস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাজলিম আক্তার তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।