Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

February 19, 2024 07:18:17 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে  সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাসিবুল,পাটগ্রাম লালমনিরহাট সংবাদ দাতা: লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়ক উফারমারা ঘুন্টি বাজারে  সোমবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১১  ঘটিকায় মোঃ আমিনুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

সরেজমিনে জানা যায়,প্রতিবেশি মতিজুল ও হযরতসহ আমিনুর নিজ বাড়ি হতে ঘুন্টি বাজার আসার পথে বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজাস্থ ঘুন্টি এলাকায় নির্মানাধীন নেসকোর ভবন (বিদ্যুৎ) এর দক্ষিণ পাশে একই দিক বুড়িমারী থেকে লালমনিরহাট গামী পাথর বোঝাই ১৮ চাকার ট্রাক (ঢাকা মেট্রো-ট, ৮৪-০৪৭৭)কে অতিক্রম করাকালে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে  মোটরসাইকেল আরোহী  আমিনুর ঘটনাস্থলে (স্পট ডেথ) নিহত হন।এবং  মোটরসাইকেল চালক মোঃ মতিজুল  @ করিদুল (৪০) গুরুতর আহত হন। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পাটগ্রাম ফায়ার সার্ভিস (উদ্ধারকর্মী) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। আহত ব্যক্তি বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন। এবং অনুমানিক ১০.৩০ ঘটিকায় পাটগ্রাম থানাধীন চৈতের বাজার সংলগ্ন পাটগ্রাম হইতে বুড়িমারীগামী সড়কের পাশে তামাক ক্ষেতে মোঃ শহিদার রহমান(৫৫)নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তি পাটগ্রাম থানাধীন পাটগ্রাম ইউনিয়নস্থ টেপুরগাড়ী গ্রামের ধওলা মিয়ার ছেলে। গতরাত ১৮ ফেব্রুয়ারি অনুমানানিক ১০.০০ ঘটিকার পর যেকোন সময় রাস্তা দেয়ে হাঁটার সময় চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় লোকজন। উক্ত সংবাদ পেয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সঙ্গীও অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হন। পাটগ্রাম থানা পুলিশ মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ যাবতীয় কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটে মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।