Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

February 25, 2023 07:17:05 PM   দেশজুড়ে ডেস্ক
পাটগ্রামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
২০১৮ সালে সরকারের দেওয়া নির্বাচনি ইশতেহারে সংখ্যালঘুদের ৭ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে পাটগ্রাম উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার লিটনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এদিন সন্ধ্যায়  মিছিলটি পাটগ্রাম পাটের শরী মন্দির  থেকে পূর্ব চৌরাঙ্গী মোড় হয়ে পাটগ্রাম উপজেলা মোড় অতিক্রম করে মিছিলটি আবার পাটের শরী মন্দিরে গিয়ে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি রনজিত শাহাসহ শতশত ভক্তবৃন্দ।

তাদের পেশকৃত দাবিগুলো হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ ব্যস্তবায়ন, অপির্ত সম্পত্তি প্রত্যর্পণ আইন  যথাযথ ব্যস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, জাতীয় সংখ্যালঘু আইন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ইত্যাদি।