Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ২৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ২৫

May 20, 2023 09:24:30 PM   উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ২৫

জাবের হোসেন:
পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান ও দলটির নেতাকর্মীসহ অতন্ত্য ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২০ মে) সকালে শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

‘উচ্চ আদালতের নির্দেশনা অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলায় পুলিশের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি পালন করছিল বিএনপি।

জানা গেছে, শনিবার সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বনানীস্থ জেলা কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি।জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এবং ইউনিট থেকে একে একে মিছিল নিয়ে জড়ো হতে থাকে কার্যালয়ের সামনে।

একই সময়ে পটুয়াখালী সরকারি কলেজে যুবলীগের শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছিল সরকারপন্থীরা। একপর্যায়ে বনানী সড়ক প্রদক্ষিণকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।

অভিযোগ জানিয়ে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন বলেন,শান্তিপূর্ণ জনসমাবেশে হঠাৎ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ হামলা চালায়। এতে বিএনপির নেতাকর্মী, সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছে।

এদিকে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে পটুয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম বলেন, আহত হওয়ার কোনো তথ্য জানা নেই।