
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে চুরি যাওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী জেলার মোঃ জহির (২৭), লালমনিরহাট জেলার মোঃ আঃ জলিল (৩৫), এবং কুড়িগ্রাম জেলার মহর আলী (৪০)।
পূবাইল থানা পুলিশ জানায়, প্রথমে টঙ্গী এলাকা থেকে জহির ও জলিলকে গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্যে কালিয়াকৈর এলাকা থেকে মহর আলীকে গ্রেফতার করা হয়। মহর আলীর কাছ থেকে সবুজ রঙের একটি চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা চুরির ঘটনায় পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যার প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।