Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনের ৫০ টি লাগেজভ্যান সৈয়দপুর রেলওয়ে কারখানায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনের ৫০ টি লাগেজভ্যান সৈয়দপুর রেলওয়ে কারখানায়

June 02, 2024 06:37:26 PM   দেশজুড়ে ডেস্ক
পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনের ৫০ টি লাগেজভ্যান সৈয়দপুর রেলওয়ে কারখানায়

চীন থেকে আমদানি করা ৫০ টি লাগেজ ভ্যান  পরীক্ষা-নিরীক্ষার জন্য  দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৮ টি লাগেজ ভ্যান চলাচলের উপযোগী করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি ২২ টির পরীক্ষা-নিরীক্ষার ও যন্ত্রাংশ সংযোজনের (কমিশনিং) কাজ চলছে। এসব ভ্যান যাত্রীর পার্সেল মালামাল পরিবহনের রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রতিটি আন্তঃনগর ট্রেনে (যাত্রীবাহী ট্রেনে) একটি করে যুক্ত হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, কৃষিজাত পণ্য পরিবহন থেকে শুরু করে যাত্রীসেবার মান বৃদ্ধিকরণ, বিশেষ সুবিধাদি প্রদান ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে চীন থেকে লাগেজভ্যান আমদানি করা হয়। এর মধ্য  ২০২৩ সালের ২ ডিসেম্বর প্রথম দফায় ১০ টি পরে আরও ৪ দফায় মোট ৫০ টি লাগেজ ভ্যান সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয় পরীক্ষা-নীরিক্ষার জন্য।

শনিবার সকালে সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, চীনা প্রকৌশলীরা স্থানীয় শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে লাগেজভ্যানের কোচগুলো পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত। মালামাল পরিবহনের জন্য লাগেজভ্যানগুলো বেশ আধুনিক।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ সপের প্রধান ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, চীন থেকে আমদানি করা লাগেজ ভ্যানে মধ্যে সাধারণ ও শীতাতপ নিয়ন্ত্রিত দু’ধরনের কোচ রয়েছে। কোচগুলো সৈয়দপুর কারখানায় আনার পর সেগুলোতে প্রথমে কমিশনিং, স্টাটিক টেস্ট ও  ডায়ানেমিক টেস্টের পর ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডাব্লিউ এম) শেখ হাসানুজ্জামান বলেন, সৈয়দপুর কারখানায় আসা ৫০ টির মধ্যে পরীক্ষা-নীরিক্ষা শেষে ২৮ টি লাগেজ ভ্যান চলাচলের উপযোগী করে রেলের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশেষ করে এ অঞ্চলের কৃষিজাত পরিবহনের জন্য এসব লাগেজ ভ্যান আমদানি করা হয়েছে। এগুলো যাত্রীবাহী ট্রেনে যুক্ত করা হলে  মালামাল পরিবহন যাত্রীদের সুবিধা হবে।