Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

February 13, 2025 08:14:25 PM   অনলাইন ডেস্ক
পীরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা প্রায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।

মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এনামুল হক। তিনি জানান, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলা শহরের পূর্ব চৌরাস্তায় ছাত্র-জনতার এক শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই হামলায় নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী।

হামলাকারীরা ছাত্র-জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করে এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ সময় এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার প্রায় ছয় মাস পর, গত ১০ ফেব্রুয়ারি রাতে তিনি পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।