Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা

February 25, 2025 08:04:09 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) এন.এম ইসফাকুল কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ, সেক্রেটারি বাবুল আহমেদ, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুর্তজা আলম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম প্রমুখ।

এছাড়া সভায় ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্য, বিভিন্ন পেশাজীবী, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার উন্নতি এবং জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বক্তারা তাদের মতামত প্রকাশ করেন।