
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে পিকনিকে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার টুকরিয়া ইউনিয়নের ছাতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছাতুয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী সুরভী (১৫) পিকনিকে যাওয়ার জন্য বাবার কাছে ৮০০ টাকা চান। কিন্তু তার গরিব বাবা রঞ্জু মিয়া টাকা দিতে ব্যর্থ হন। এতে অভিমান করে সুরভী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য শাহিন মিয়া জানান, সকালে সুরভীর মা তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি এ এম ফারুক বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।”