Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে আবু আজাদ বাবলু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে আবু আজাদ বাবলু

February 25, 2025 08:08:57 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে আবু আজাদ বাবলু

পীরগঞ্জ প্রতিনিধি, রংপুর:
পীরগঞ্জ উপজেলা শানেরহাট পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। স্কুলে সকাল ১১টার দিকে বিদ্যালয়ের চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফজাল হোসেন। শিক্ষক আব্দুল জলিল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমিনুল ইসলাম খোকন, পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছায়েদ আলী, বিদ্যালয়ের সহকারী রঞ্জু মিয়া, আমিনুল ইসলাম, শ্রী জয় কুমার, ফরিদ মিয়া, নূহ আলী মন্ডল, রিক্তা খাতুন প্রমুখ।

শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া, উপজেলার কাউয়া পুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর ও দ্রুত প্রশিক্ষণ পরবর্তীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন।