Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জ পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা ও কমিটি অনুমোদন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

পীরগঞ্জ পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা ও কমিটি অনুমোদন

February 17, 2025 05:56:08 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা ও কমিটি অনুমোদন

পীরগঞ্জ সংবাদদাতা, রংপুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় পীরগঞ্জ পৌর পার্টি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজ্জাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন।

সভায় আরও বক্তব্য রাখেন- পীরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজনুল রহমান দুদু মন্ডল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ, পৌর বিএনপির নেতা শাহাজান মাস্টার, যুব নেতা জিবন, ছাত্র নেতা হানিফ মূখসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন পীরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন।

প্রধান অতিথি পীরগঞ্জ পৌর বিএনপির ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে দায়িত্ব তুলে দেন এবং দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।