
মানিক হোসেন:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি যথাযোগ্য মর্যাদায় উৎসবের আমেজে উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর কমান্ডার নুরুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পুষ্প্যঅপর্ণর করা হয়।