Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে মুজুরীর টাকা চাওয়ায় দিনমজুরকে গলাটিপে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে মুজুরীর টাকা চাওয়ায় দিনমজুরকে গলাটিপে হত্যা

March 03, 2023 01:49:19 AM   দেশজুড়ে ডেস্ক
পীরগঞ্জে মুজুরীর টাকা চাওয়ায় দিনমজুরকে গলাটিপে হত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মজুরির পাওনা টাকা চাওয়ায় জয়নউদ্দীন নামের এক দিনমজুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ মার্চ) সন্ধ্যার পর উপজেলার বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, বিদ্ধিগাঁও গ্রামের দিনমজুর জয়নউদ্দীন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেনের সরিষাক্ষেতে মজুরি দেন। কয়েক দিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির এক হাজার ২০০ টাকা বকেয়া পড়ে।

বুধবার সন্ধ্যার পর বিদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে মজুরির পাওনা টাকা চান জয়নউদ্দীন। এনিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদের ছেলে কামরুজ্জামান উত্তেজিত হয়ে জয়নউদ্দীনের গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিদ্ধিগাঁও বাজারে একজনকে হত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।