
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বণার্ঢ্য র্যালি আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান রাখতে বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতে শেখ রাসেলর পুষ্পস্তবক অর্পণ এবং বণার্ঢ র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বিভিন্ন কর্মকর্তা ও স্কাউটদল সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।