Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / প্রথমেই ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ এর বিষয়ে তদন্ত করবেন উপদেষ্টা নাহিদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রথমেই ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ এর বিষয়ে তদন্ত করবেন উপদেষ্টা নাহিদ

August 10, 2024 06:25:22 PM   অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই আন্দোলনের সময় ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।

শনিবার (১০ আগস্ট) একটি গণমাধ্যমকে এ তথ্য জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমাদের আন্দোলন আটকানোর জন্য সারাদেশে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল। অথচ, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাছে এসেছে। প্রথমেই আমি ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়টি তদন্ত করব।

এ ছাড়া অন্যের কথা আড়ি পেতে শোনা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট; এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব বলেও জানান এই উপদেষ্টা।


নাহিদ ইসলাম বলেন, আন্দোলন করতে গিয়ে যেসব ভাই শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সরকারের ১৩ উপদেষ্টাও শপথ নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় ফারুক-ই আজম, সুপ্রদিপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নিতে পারেননি।