Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাইয়ের পর স্বামীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাইয়ের পর স্বামীর আত্মহত্যা

February 08, 2025 09:38:38 PM   জেলা প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাইয়ের পর স্বামীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার একটি বাসভবনে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাইয়ের পর স্বামী আত্মহত্যা করেছেন। শনিবার বিকালে ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ মৌ আক্তার বৃষ্টি (২৩) সিরাজগঞ্জ জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে, এবং তার স্বামী সোহাগ হোসেন (২৫) সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ধাপ তেতুলিয়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং তারা গাজীপুর মহানগরীর বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত গৃহবধূ বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছিলেন, আর স্বামী সোহাগ হোসেন কোনাবাড়ী ব্র্যাক এনজিওতে অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বাসার মালিকের ছেলে রাসেল জানান, সকাল থেকে তাদের রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর ৯৯৯ এ ফোন করার পর পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুলিশ সেখানে গিয়ে দেখেন, গৃহবধূর লাশ মেঝেতে পড়ে আছে এবং স্বামী সোহাগের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে।

মৌ আক্তার বৃষ্টির বড় চাচা রতন মিয়া বলেন, "গত দুই বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। ভাস্তি সিরাজগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করতো এবং জামাই সোহাগ কোনাবাড়ী ব্র্যাক এনজিওতে কর্মরত ছিলেন। তাদের জীবনে এমন ঘটনা কেন ঘটল, তা আমি বুঝতে পারছি না।"

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, "৯৯৯ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর লাশ দেখতে পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে। প্রথমে স্ত্রীকে হত্যা করা হয়, পরে স্বামী নিজেই আত্মহত্যা করেছেন। সিআইডি ক্রাইম টিম ঘটনাস্থলে এসেছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"