Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পাংশায় পুত্রবধুকে বিয়ে করলেন শশুর, অতঃপর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাংশায় পুত্রবধুকে বিয়ে করলেন শশুর, অতঃপর আত্মহত্যা

February 26, 2023 12:06:35 AM   দেশজুড়ে ডেস্ক
পাংশায় পুত্রবধুকে বিয়ে করলেন শশুর, অতঃপর আত্মহত্যা

পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় পুত্রবধুকে বিয়ে করার কারণে সৃষ্ট কলহের জেরে শশুর হামিদুল (৪৩) এর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলার পাট্টা ইউনিয়নে পুঁইজোর খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত দুই বছর পূর্বে হামিদুলের ছেলে নয়ন (২৮) এর সাথে বালিয়াকান্দি রামদিয়া বারমল্লিকা গ্রামের কাশেম মন্ডলের মেয়ের (২০) এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দের বছরের মাথায় একটি ছেলে সন্তান হয়। এরপর কোন এক সময় থেকে শশুরের সঙ্গে অনৈতিক সম্পর্কে জরিয়ে পরে সে। বিষয়টা জানাজানি হলে ঘরোয়াভাবে এটার সমাধানের চেষ্টা চলে।

গত ১০ ফেব্রুয়ারী স্বামী নয়নকে ডিভোর্স দিয়ে ২০ ফেব্রুয়ারী রাজবাড়ী কোর্টে গিয়ে শশুর হামিদুলকে বিয়ে করে। এটি জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তির ঝড়। গত ২৪ ফেব্রুয়ারী রাতে কিছু অজ্ঞাত লোক এসে কথা আছে বলে হামিদুলকে ডাকাডাকি করে এবং ঘর থেকে বের হয়ে বাইরে আসতে বলে। এতে হামিদুল বেশ ভয় পায় বলে জানায় নয়ন। এরপর রাত ১১টার দিকে হামিদুল নিজ ঘরের মাচালে উঠে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান নিহতের পরিবার।

বিষয়টা বুঝতে পেরে ছোট স্ত্রী (পুত্রবধু) জাহানারা নিজেও গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পুলিশ নিহত হামিদুলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। লোক-লজ্জা ও পারিবারিক কলহের জেরে হামিদুল আত্মহত্যা করতে পারে বলে মনে করেন এলাকাবাসী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।